Monday, 15 December 2025

তোমাকে চাই

 হাজার বাঁধন সত্ত্বেও তোমাকে চাই 

তোমাকে চাই লাল চা এর কাপ এ মেঘ পিয়নের দেশে 

সীতল হাতের স্পর্শে আর ঝিকিমিকি তারার নিচে


তোমাকে চাই তোমাকে চাই

হাজার বাঁধন সত্ত্বেও তোমাকে চাই


এ কেমন চাওয়া আমি জানি না

আমি জানি না এ কেন চাওয়া 

শুধু জানি তুমি আমার অসীম ভাললাগা

আমার পাথর হৃদয়ে কোমল আলিঙ্গন 

আমার ঘুম ভাঙা ভোরে পাখির প্রথম কূজন 


তোমাকে চাই তোমাকে চাই

হাজার বাঁধন সত্ত্বেও তোমাকে চাই


তুমি ভাববে মিথ্যে এসব
তুমি ভাববে দুর্বলতার আস্ফালন
শুধু জানবে না আমার মনের কথা
আমার নির্মল সহজ সরল ইচ্ছের কথা 
আমি জানি না এর পরিণাম 
আমি জানি না এর ভবিষ্যৎ
জানি না এর শুরু বা শেষ 
শুধু জানি
              আমি তোমাকে চাই  তোমাকে চাই
              সাদা গোলাপের সুবাসে 
              হাজার বাঁধন সত্ত্বেও তোমাকে চাই